ধীরা নামের এই মেয়েটি, ধীরে চলে নাকো,
তবু কেন তোমরা সবাই, এই নামেতেই ডাকো!
নদীর মতো বাঁকা পথে, নাইরে তার চলা,
দরিয়ার মত এই মেয়েটি নয়কো উতলা।
দৃঢ়তায় দেখেছি তারে ,পাহাড় গেছে হেরে,
চঞ্চলতায় নিয়েছে সে, সবার মন কেঁড়ে।
নভ বুঝি মুখ ঢেকেছে, মেঘের কালি দিয়ে,
আজ খুশিতে সবাই যেন, ওর উদারতা নিয়ে।
চাঁদ পেয়েছে লজ্জা বুঝি, ভাসছে দূরাকাশে
ধীরা নামের এই মেয়ে টি, মধুর হাসি হাসে।
বুদ্ধিমত্তায় অনেক ভাল, চেতনায় সে জয়ী,
নম্রতায়, শালিনতায় সে যে  অনেক বিনয়ী।
লাজুক লতা নয়কো সে, মিলাবে গো পরশে,
অপরাজিতার  মতো সে,  নীলিমায়  ভাসে।
কাশফুল নয়কো সে, হাওয়ায় যাবে উড়ে,
শুভ্রতা সব পেয়েছি বুঝি হিমালয় কুঁড়ে।
হৃদয় টা তার অনেক বড় প্রেমের ছঁবি আঁকে,
সে ক্যানভাসে সবাইকে সে আপন করে রাখে।
একটুখানি জেদি হলেও লাবণ্যে সে ভরা,
তার কাছেই হেরে গেলো আমার বসুন্ধরা।