একটু খানি ব্যথা,আর একটু যাতনা
হৃদয়টা কে কুঁড়ে, বাড়ায় বেদনা।
একটু খানি চাওয়া, একটু না পাওয়া
হৃদয়টা কে ধ্বসে বয়রে ঝড়ো হাওয়া।
সুখ যেঁথায় আছে, সেঁথায় কে বাঁচে?
দুঃখ গুলি তাই আজ ঘুরছে পিছে পিছে।


একটু খানি আশা, একটু ভালবাসা
গড়তে পারে বুঝি, শান্তি সুখের বাসা।
একটু খানি হাসি, যায় যদি গো ভাসি
আনন্দরা করবে ভীড়, স্বর্গ হতে আসি।
একটু পাশে থাকা, একটু মনে রাখা,
গড়তে পারে এমন ধরা, বন্ধত্বে যা মাখা
একটুখানি মিলে হয়, জীবন ছন্দময়
সব বাঁধা পেরিয়ে তখন আসেরে বিজয়।


একটুখানি সাহস, আর মনে প্রত্যয়
জীবন টাকে বদলিয়ে সূচে গো বিস্ময়
একটু খানি বিবেক যদি একটু জেগে রয়
আর হবে না কভু, ওরে মানবতার ক্ষয়
দু-য়ে দু-য়ে চার না হয়ে যদি এক হয়
দুঃখেরা পালিয়ে যাবে নাইরে কোন ভয়।