ওরে সবুজের যৌবনে
আহা কি উতলা মনে,
ডাকছে ক্ষণে ক্ষণে,
তারি আকুল নয়নে।
আমি কি যে আনমনে-
যাই ছুটে তারি পানে;
কি তার মায়াবিনী চোখে
আমায় যেন  দেখে;
নব যৌবনে সাজিয়েছে সে
দুলে দুল খায় কারি পরশে
ওরে  তার কেশ এলিয়ে
নাচিছে হেলে হেলে
যায় যেন লুটিয়ে
ওরে প্রেমের ফুল ফুটিয়ে
রাখছে গো জড়িয়ে,
আহা বেলা যায় গড়িয়ে
ও আমায় ছাড়ে নারে
তার নয়নে নয়ন ভারে।


ওরে তার অশান্ত মন
জড়িয়ে করিল আলাপন
নিজেকে করেগো গোপন।
একি ছলনাময়ী লিচুবন