বসে আছি তারি তরে
নিসঙ্গতায় মন ভরে
রাত-দিন-দুপুরে
কাল নদীর ভাঙা পাড়ে।
বড্ড মনে পড়ছে তারে
রেখেছি যারে, হৃদ মাঝারে
পাবো কিনা জানি নারে
এই জগত সংসারে।


সে একাকী এসে
উতলা মনে হেসে
অগোচরে গিয়েছে ভেসে
ওরে কোন অজানা দেশে।
সে যে দেখিনি আমায়
আষাঢ়ের বাসনায়
অদ্ভুত আঁধারিয়ায়
বিধ্বস্ত ঝড়ো হাওয়ায়।


আমি যে দেখেছি তারে
আকারে নিরাকারে
মোর হৃদয় মন্দিরে
পূজো দিচ্ছে সূর্য দেবতারে।