তুমি আসবে কবে বল?
হবে আমার সকাল;
ঐ সবিতা আজি দূর্বল
মিটাই নি মোর আকাল।
তুমি আসলে,
একটু খানি হাসলে,
পুষ্পকলি ফুটিবে আবার,
দুলিবে ভোরের হাওয়ায়।
ভোরের পাখি গাইবে গান,
নাচিবে  উতলায়।


বল তুমি আসবে কবে?
ফুরাবে মোর আঁধার,
ঐ শশি একাই রবে,
তুমি বন্ধু হবে আমার;
তুমি যদি আসো
ওগো আমার পাশে বসো
ঝিঝিরা  গান শুনাবে
জোনাকিরা আলোক দিবে
রজনীগন্ধা ছড়াবে সুবাস
স্বপ্নবিলাসী মন আমার
করিবে প্রভাত উল্লাস।
তোমার জন্য,
কিছুই যে মোর নাই
তুমি এসো, বরিবো তোমায়
ওগো প্রাণের ভালবাসায়;
আমি আছি ওগো বন্ধু
তোমার প্রতিক্ষায়।।