পৌষের কনকনে শীতে
                  শীতল বিছানা পেতে
পাষান মেঝের মাটিতে
                 বৈরী সেসব রজনীতে
জেগে রহিল মা কাঁপুনি জোছনা রাতে।


বাতার বেড়ার জানালা
                   রহিল রজনীভর খোলা
উত্তরের উতলা হেলা
                   বহিতো বুকে সারা বেলা
সহিল জননী সব যাতনা শুধু একেলা।


খোকাকে সমস্ত আঁচলে
                      জড়িয়ে রেখে কোলে,
কেমন করে সব সহিলে
                        শীতের কথা ভুলে,
খালি গায়ে রহিল মা সেদিনের আকালে।


মায়ের  ছিলো ভয়,
                  যদি  ঐ পৌষের মতো হয়!
যেভাবে হয়েছিলো খুকির পরাজয়
                      তাই  রজনী ঘুমাবার নয়,
মায়ের কাছে রজনী ছিলো শুধুই মৃত্যুময়।


আজ পৌষের রাতে
              ঘুম নাই খোকার চোখেতে
মা শুয়ে আছে মাটির বিছানাতে
              হে দয়াময়, দাও বিছানা পেতে
মা জননী কে তোমার জান্নাতের বাগিচাতে।।