তুমি নারী নয়, তুমি  রমণী
তোমাতেই হাসে মোর অবনি
তোমার হৃদয় পুষ্প কোমল
যার ছোঁয়াতে ফুটে উৎপল
যার ছোঁয়াতেই সকাল বিকাল
দূর হয়ে যায় মনের আকাল
তাই তো তোমার পরশ যাঁচে
খুঁজিগো ঠাঁই হৃদয় মাঝে।


তুমি নারী নয়, তুমি সহধর্মিণী
হয়েছি তাই আমি স্রোতস্বীনি
সদা বৃষ্টি হয়ে জল দিয়েছো
মোর তৃষ্ণা জ্বালা  মিটিয়েছো
করেছো মোরে তোমারি আপন
আর ধন্য হলো আমার এই মন।


ওগো কিছুই তো করি নি আমি
নিজেকে বানিয়ে তব স্বামী
বুঝিতে চাহিনি তব অনুভূতি
আমি যে নারীর নয়, রমণীর পতি
দাও পাতিয়া প্রিয়, তব চরণ
নত শিরে করি আমায় সমর্পণ।