আমি একবার জন্মেছি বলে
প্রতিদিন শতবার জন্মিতে জানি
তাই নিজে কে শতজন্মা বলি;
ওরে এক জনমের অতৃপ্ত মনরে
করিগো বরণ বিলিয়ে পুষ্পাঞ্জলি।


মায়ের কোলে জন্মেছি এক বার
ওরে এই ধরণীর মায়ার জালে
আমি জন্মিতে চাই শতবার;
কেননা আমি ঐ জন্মেরই মাঝে
বারে-বার খুঁজিগো পথ বাঁচিবার।


মাটির সাথে মিশে একাকী হেসে
আমি হাওয়ায় যাই  মিলিয়ে
জানি, খুঁজবে না কেউ ধূলিকণায়;
বৃষ্টিস্নাত কোন প্রভাত এসে যেন
বুকে নেয় আমায় মাতৃ মমতায়
আবার জন্মি আমি ধরণীর বুকে
ওরে, যেন বাঁচিবার বাসনায়।


পুনর্জন্ম নয়রে এটা, স্বপ্ন জন্ম যার
একবার মরে যে দুর্মর হয়ে রয়
জানি জন্মিতে হয় না তার আবার
ওরে, তবে কেন অতৃপ্ত মন আমার
ধরণীর বুকে জন্মিতে চায় শতবার।