আজ তোমার মন ভাল নেই
- আশ্রাফ আদর


তোমার মন খারাপের প্রভাবে;
আজ একটি প্রাণবন্ত শহরের মন ভালো নেই,
মন খারাপের আভা ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে,
আমার, তার, আমাদের আশপাশ, পুরো প্রকৃতি এমনকি স্রষ্টার, সবার -সবার মন ভালো নেই।


অভিমানে সবাই সেবা বন্ধ করে দিচ্ছে, অক্সিজেন পাচ্ছি না, বৃক্ষ নিচ্ছে না কার্বন যৌগ।
পৃথিবী, তার মায়া, সৌরজগত, মাধ্যাকর্ষণ শক্তি সব - সবাই শোকে স্তব্ধ তোমার স্তব্ধতায় প্রেয়সী।
ঢেউহীন সমুদ্রে জাহাজের পালে লাগে না বাতাস, স্থির হয়ে রয় জাগতিক যত কল্যাণকর কর্মকাণ্ড।
স্থির আমি তাকিয়ে আকাশ, স্থির মহাবিশ্ব।
স্থির তারাজগত মিটমিট করে না, স্তব্ধ হয়ে জ্বলে রয়।


কষ্টে আছে সবাই প্রেয়সী তোমার মন খারাপে....... তোমার স্তব্ধতায়।
তাদের পক্ষ থেকে আমি বলছি,
'' মুক্তি চাই মহাবিশ্বের মুহ্যমান সব দাহ্য- অদাহ্য, দৃশ্যমান- অদৃশ্যমান বস্তুর-প্রাণীর।
মুক্তি চাই জন ডানের অমর পঙক্তির।
মুক্তি চাই বাতাসের গতির, চুল ওড়ানো সে বাতাসের।
শেষ করে দিবে নিজেকে তারা তোমার মন খারাপের প্রায়শ্চিত্তে।"


মুক্তি চাই আমার; রুদ্ধতার,
মন খারাপের, মৌনতার।