মানুষেরা আজ অনেকেই শীতার্ত
থেকেও গরম বস্ত্র,
তারা আজও করে চলেছে ভুল
জেনেও সকল শাস্ত্র।
  
অন্যের দুঃখ উপশমে-
পা বাড়ায় না তাতে,
উল্টো মুখে উপহাস করে-
"কার কান্না কে কাঁদে !"


পেটুকেরা খায় খায় খাদ্য বটে-
সু-খাদ্য সে'তো নয়,
মনটা ভরার কথা হয়তো-
পেট ভরার তো নয় !


দশের ভালো,  দেশের উন্নয়ন
করার পরিকল্প,
স্বার্থের টানে সবই এখন-
ভাবনায় ভরা ভাবুক গল্প !
  
রাজার দোষে রাজ্য নাশ
প্রজার বিনাশ যেন,
মিথ্যা থেকে মুখ ঘুরালেই-
"বন্দির এত অহংকার কেন ? "


বৃথা যুক্তির সমাজ যেন
হেসে হেসে আজ কয়,
"মোটকথা, আমার উন্নয়ন আজ-
স্বপ্ন মার্কা বিষয় !"

বেশ তো এবার,  জনসাধারণের কথা বলি,
" মানি না শাস্ত্র-শর্ত-
নিজেরা আজ ভালো হলেও
পৃথিবীটা যে ক্ষুধার্ত !"