অসময়ে অবুঝ মন
বসে আছে বেকার,
স্মৃতি জড়ানো পাতা বুকে নিয়ে
নিস্তব্ধ হাহাকার।


ভেবে যাই শুধু
একটি মাত্র কথা,
যা বোঝাতে গিয়ে কাউকে
পেয়েছি শুধু ব্যথা।


কে শুনবে অশান্ত মনের সেই নিস্তব্ধ বাণী?
উদাস সময়ে,  উদাস মনের,  উদাস  ইচ্ছেখানি?


ব্যস্ত জীবনে চারিদিকে শুধু
মরীচিকার ছায়া,
কোথায় যেন হারিয়ে গেছে
সবার মুখের মায়া।

অত্যাধুনিক জীবনে আজ
কথা শোনার সময় নেই কারো,
একা বসে নিরালায় তাই
সব গল্প হয় জড়ো।


হতে হবে ইঞ্জিনিয়ার,  
নয়তো ভালো ডাক্তার,
কেউ তো বলে না
হও তুমি তা
যা ইচ্ছে তোমার!  


আমার ও ইচ্ছে আছে,  
নিজের মতো হবার,
তবে কেন অযথা চাপ
দাও আমার মাথায়!    


যাই হোক, কি আর করার!  
সবাই চায় একই গল্প, নয়তো ভিন্নতার।


ইচ্ছেগুলি সাদা কালো আজ
বাস্তবতার স্পর্শে,
সবকিছু আজ ব্যর্থ যেন
ভালো না লাগার মর্মে।  


মনকে তাহলে দুঃখিত বলে
গলা টিপে ইচ্ছা কে,
আমি না হয় সফল ই হবো
সার্থকতা কি হবে?          
        


                
            (সপ্তম শ্রেণীতে পড়ার সময় রচনাকৃত)