তুমি মেঘ
তাই আমি বৃষ্টি
তুমি জল
আমি জলের সৃষ্টি।
তুমি মাতৃত্ত্ব
তাই আমি শিশু
তুমি স্রষ্টার সৃষ্টি
আমি তারও সম কিছু।
তুমি পদ্ম
তাই আমি কবিতা
তুমি রং তুলির সৃষ্টি
আমি তার ছবিটা।
তুমি বেদনার নীল আচড়
আমি চোখে জলের ফোঁটা
তুমি আমার মাঝে বিলীন
আমি তোমার প্রতিচ্ছবিটা।


           (‘না বলা কথা’ কাব্যগ্রন্থ থেকে)