অশ্রু কেন ?
কাঁদছ বলে
কাঁদছ কেন ?
কষ্ট বলে
কষ্ট কেন ?
হারিয়েছ বলে
হারিয়েছ কেন ?
ভুল করেছ বলে
ভুল করেছ  কেন ?
বোঝনি বলে
বোঝনি কেন ?
অবুঝ বলে
অবুঝ কেন ?
ভালবেসেছ বলে
ভালবেসেছ কেন ?
একা ছিলে বলে
তবে এখন একা কেন ?
চলে গেছে বলে
কি লাভ হল ভালবেসে
তোমারই অশ্রু জলে তার স্বপ্ন হাসে ।
                          
              (‘না বলা কথা’ কাব্যগ্রন্থ থেকে)