আজ সকাল থেকেই কেমন যেন মনটা উদাস, কোন কিছুতেই মনটা স্থির হচ্ছেনা।
হুঁ হুঁ করে বাতাস বইছে, জানালার পর্দা উড়ছে, জানালার গ্রীল ধরে আকাশে তাকালাম।
হঠাত মনে পরল পুরোনো স্মৃতি,তোমার কথা,কেমন আছ তুমি? ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে।
সেই যে কত বছর হয়ে গেল আট-দশ বছর তো হবেই! অনেকটা সময় পার করে ফেললাম।
এমনি এক বৃষ্টির দিনে তুমি এসেছিলে,হাতে একগুচ্ছ কদম আর একটা নীল খাম।
দারিয়ে থাকা তোমার সেই চাহনি আর হৃদয়ের আকুতি আমায় মাতাল করে দিয়েছিল।
আমি তোমাকে ফিরিয়ে দেবার সাহস পাইনি্,তাই তোমার ভালবাসা উল্লাসে গ্রহন করেছিলাম।
ভালই চলছিল তোমার আর আমার ভালবাসার দিনগুলো,আমি তো খুব ভালই ছিলাম।
মাঝে মাঝে মনে হত তোমাকে না পেলে কি হত আমার,কিভাবে বেঁচে থাকতাম?
অথচ দেখ কতটা বিকেল,কতটা রাত্রি, কতটা সকাল তুমিহীন দিব্যি বেঁচে আছি!
শুভ্র,কি অপরাধ ছিল আমার বল, কেন এভাবে হারিয়ে গেলে জীবন থেকে?
আমি জানিনা কি পেয়ে আমায় ছাড়লে, তবে আমি তো জানি আমি কি হারিয়েছি।
এতটা কষ্ট না দিলেও পারতে,আমি আজও তোমার আসায় পথ চেয়ে আছি।
একটি বারের জন্য হলেও তুমি ফিরে এসো,শুধু একবার, আমায় দেখে যাও।
শুধু অনুরোধ, বেঁচে থাকতেই এসো,মৃত্যুর পর আসলে শুধু আফসোসই করবে।
ফিরে পাবার জন্য বলছিনা,শুধু জানব কি অপরাধ? ভাল থেকো,ভালই আছি।