লটকে আছে জোছনার মায়া রাতের শরীরে
অভিনাশ স্বপ্ন জাগিয়ে রাখে দুঃখিত চোখ।
পাতাদের গায়ে শিশিরের দাগ দেখে ভাবি
এও চাঁদের অন্ধকার।
অমোগ মোহের টানে  
রেখে আসি পূর্ণ গেলাস যৌবন
নগর বাঈজী কমলার ঘরে।

তবু নিভে না গুপ্ত দ্রোহ  
মোমের নীলাভ শিখা কি মানে
শপথের দোহাই
গলে পড়া স্বভাবে সে তো যাবে গলে
থেকে যাবে তার ন্যাতানো সলতে
যার ভেতরে আমি, আমার ভেতরে গুপ্ত দ্রোহ।