মাঝে মাঝে মনে হয়
আমরা অতিক্রম করছি অস্থির সময়।
মানুষ, জীব-অনুজীব চিরচেনা পৃথিবী
যেন সকলে ধাবমান স্বধর্মে।

আমরা সবকিছু ফেলে যাচ্ছি,
ঘাসপাতা, বিন্দুবিন্দু শিশির
আমাদের শৈশব, ভালোবাসা,
পাখির ডিমের মত কারো দুটি চোখ,
ফেলে যাচ্ছি জন্ম-মৃত্যু, আনন্দ
এবং দুঃখ।

কেবল আমরা পারিনা
অতিক্রম করে যেতে কাল।
আত্মার ভেতর বেড়ে উঠে
এক মহাজাগতিক বৃক্ষ,    
দেখি, তিনিও কালের ফ্রেমে বন্দী।