কখনও কখনও অন্ধকারকে, মনে হতো,  
একটি শীতল নদী।  
কাজল কালো জল, মৃদুমন্দ প্রবাহে,
সাধ হতো, দূরে কোথাও ভেসে যেতে।  

অর্বিট জোনের ছাদ, তেম্নি এক শীতল সম্মোহন,
টেনে নিয়ে যায়, রাতের অন্তহীন আকাশের নিচে।  
আমি আর মং,
আকণ্ঠ তোলে নিতাম, কৌমুদী রাতের রঙ।  

অতপর তপু আসে,  
যেন আকাশে তারা ঝলমল,  
মাঝেমাঝে টিপুদা রবীন্দ্র গানে আঁখি ছলছল।
জোছনায় ভাসিয়ে তরী,  
আমরা তখন অনন্তের যাত্রী।


   --------------------------------------  
১৪ মে, ২০১১ খৃঃ
শারজাহ , ইউ এ ই ।