বাটালী হিলের চূড়ায় জোছনা নেমেছে আজ  
পতেঙ্গার সৈকতে সমুদ্র তুলেছে সুর,
আর টাইগার পাসের ভারী বৃক্ষগুলো
মাথা তুলেছে সুদূর আকাশের দিকে ।  


তরুণিমা বল কতটা বেগে বাতাস বইলে
ভেঙ্গে পড়বে বৃক্ষ
নদী কতটা মারমুখি হলে আতংকিত মানুষ
নির্ঘুম রাত কাটাবে
সমুদ্র কতটা ভয়ঙ্কর হলে জেলেরা ফিরে আসবে
গোটানো জাল নিয়ে ।


দারুণ নির্লিপ্ততায় তুমি ডুবে আছ বাটালী  হিলের জোছনায়
অথচ আমার সবকিছু কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে ।  
কেবল বাটালী হিলের চূড়া থেকে অবিরল দেখে যাচ্ছি
ভাঙ্গন বৃত্তের বিনাশী খেলা ।  
তুমি কী জান
কতটা জোছনায় ডুবে যায় বাটালী হিলের শীর্ষচূড়া ?