এবার তোমাকে জানাব না ঈদ মোবারক।
রক্তিম কুয়াশার ভেতর
ফিলিস্তিনের ছোট ছোট সাদাগোলাপ
নির্মম হতাহত আজ।
আমরা কেউ জানতাম না  
ঠান্ডা মেঘের আড়াল থেকে ছুটে আসবে অগ্নিতীর,
যত্রতত্র ছড়িয়ে পড়বে পাখির পালক।  
  
তাদের ছিলনা নদী, কেউ বেঁধে দেয়নি ভালোবাসার গান  
তারা তো চেয়েছিল এশিয়ার শেষ এক টুকরো মাটি।

এবার তোমাকে জানাব না ঈদ মোবারক।
আমি দেখেছি পৃথিবীর দূর্বাঘাসে রক্তের শিশির
আষাঢ়-শ্রাবণও আর ধরে না বিরহ।  
ভূমধ্যসাগরের শুষ্কতীরে কেউ দেবে না মেঘভাঙ্গা বৃষ্টি  
কেউ দেবে না দুফোটা চোখের জল।  

এবার তোমাকে জানাব না ঈদ মোবারক।
ঈদ কার্ডে সম্ভাষণ লিখার মত জায়গাটুকু আর নেই
সেখানে শিশুরদের সমাধি ঘিরে জননীরা ছড়া কাটছে
(খোকা ঘুমাল পাড়া জুড়াল বর্গী এল দেশে)।
এমন আনন্দ তুমি কী করে সামাল দেবে ?