আমাকে জলাধার ভেবে তুমি দিয়েছ চোখের জল
দারুন উৎকণ্ঠায় সামলে নিয়েছি আষাঢ় মাস ;  
এদিকে শ্রাবণও এনেছে অফুরন্ত অপচয় ।
আমি বর্ষার দুকুল প্লাবিত নদীর মত দিশেহারা ,
অস্তিত্বের দীপাবলি জ্বালাতে খড়কুটো খুঁজতে থাকি ।
তবুও পৃথিবীর টানে নিয়মমাফিক চাঁদ উঠে আকাশে
আর আমি সারারাত জোছনা ঢালি কাঁচের গেলাসে।


             .....................


২২ জুলাই, ২০১২ খৃঃ
শারজাহ, ইউ এ ই ।


দ্রষ্টব্য—আমার ‘সপ্তপদী’ পান্ডুলিপি থেকে কবিতাটি নিয়েছি ।
          এই পান্ডুলিপির সবগুলো কবিতা সাত পংতির ।