চকচক রোদের দুপুরে  
জলকল্লোলে কে বাঁজায়
পৌরাণিক নূপুর,
কার প্রক্ষালনে মলয়পবনে
ভেসে ওঠে সুর।  

প্রকৃতির নিয়মে
মেঘ বুঝে মাটির তৃষ্ণা
মানুষের চাই জল
মেঘ বলে আমি দেব বৃষ্টি।
শ্রম ও ঘামে মানুষ চালাবে হাল
মাটির বুকে ঠেলে ফাল।    

ওগো পার্বতী, শিবের জায়া
জলঘাটে করোনা জলকেলী,
এই জল মেঘ ও মানুষের।  


.....................


পান্ডুলিপি- মাদুলি
০৭ ডিসেম্বর, ২০১০ খৃঃ
শারজাহ, ইউ এ ই ।