প্রিয় মানিক, জানি তোমার আর কোন উপায় ছিলনা বলে
মৃত্যুকে বেছে নিতে চাও নিবিড় আলিঙ্গনে । আজ
তোমার আকাশ জুড়ে সর্বনাশা আষাঢ়ের ঘন কালোমেঘ,  
তুমোল আগ্রাসনে নেমে এলে তোমারই আঙিনাতে
তখন তোমাকে মনে হয়
তুখোড় অবজ্ঞার স্রোতে বেহুলার ভেলাতে ভাসমান  
যেন সারাজীবনের এক লক্ষ্মীন্দর ।


পৃথিবী নামক বিষের বাসরে যন্ত্রণার দহনে দহনে
কতটা সাহসের বৈতরণী পার হয়ে এলে
নির্ভীক মৃত্যুকে ডাকা যায় আমি জানিনা ।


তবুও বলতে চাই ফিরে এসো মানিক !  
এই দরিয়া নগরের নীল তীরে স্বেত প্রবালের ঘরে
শামুক, ঝিনুক, বর্ণীল নুড়ি মাখা নোনা বালির চরে ।
তোমার জীবনের নির্মম গতিপথে আমি মানি না
আরও কোন ফারাক্কা, তিস্তা কিংবা টিপাই বাঁধ ।  


       ----------------------------------  


০২ জুলাই ২০১৪ খৃঃ
শারজাহ, ইউ এ ই ।