চোখের পাতা ছুঁয়ে উড়ে গেল বেগানা বাতাস  
মরুর নির্জনে নেমে আসে ধুলোর হা-হুতাশ ।
তবুও আত্মার সমুদ্রে ঢেউ তোলে অনাবিল ছবি  
উটের গোটানো গ্রীবার মত নতমুখি ইয়া হাবীবি ।  
তুরপাহাড়ের কসম শোন জিকির উঠেছে হৃদয়পুর
খেজুর শাখায় মগ্ন আবাবিল তজবিহ দানায় সুর ,
নেকাব খুলে দেখেছিল বালিকা বাংলাদেশ কতদূর ।


            ------------------

পান্ডুলিপি—সপ্তপদী
১৮ ফেব্রুয়ারি,  ২০১২ খৃঃ  
শারজাহ, ইউ এ ই ।