নদী নেই । কেন মনে হয় নদী ছিল                                  
                এইখানে একদিন।      


ঘর ছিল। আসমানিদের মত নড়বড়ে
                খড়ের দু’চালা কুঠির।


লাউ ছিল। সবুজ লতানো গাছে
              সাদা ফুল ছিল কত।


ছায়া ছিল। বৃক্ষ সে তো রাঁধাচূড়া
             শিমুল কিংবা বকুল।


পাখি ছিল। শাখায় শাখায় দোয়েল
             ফিঙ্গে, ধনেশ ও বুলবুল ।


হাসি ছিল। যেন রূপশাইল ধানের বুকে
            লুকানো হৃদয়ের অঙ্গীকার।


নদী ছিল। আত্মার কাবিনে নিরব সাক্ষী
             বিশ্বাসের দ্বীপ্ত অহংকার ।
     -----------------------------


পান্ডুলিপি --- নদী নেই নদী ছিল
১০ জানুয়ারি, ২০১১ খৃঃ
শারজাহ, ইউ এ ই ।