এতদিন নদীর পিছেই ছুটেছি,  
পাহাড় ডিঙ্গিয়ে, কতো গ্রাম জনপদ
ফেলে, নগর তেপান্তরে কেবল ছুটেছি।  
মাধবী, বল কোথায় মোহনা ?  

মোহনার সন্ধানে, পার হয়ে এসেছি কতকিছু,  
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিস্তীর্ন করিডোর,  
এফ আর হলের সেই আবাসিক উত্তাপ,  
রোকেয়া হল পার হলে, হরিৎ পাহাড়,
লেবু বাগানে ফুলের মৌতাত। হঠাৎ  
নিঃসঙ্গ ঘুঘুর ডাকে শোভন বিকেল, আমি
উদাসী বাউলের মতো, রেখে এসেছি।  

ভিসি হিলের উপর দিয়ে উড়ে আসে নীলমেঘ।
কোথায় যায়, কোন দিকে মোহনা ?
কাটা পাহাড় পেরোতেই হঠাৎ বৃষ্টি নেমে এলে,  
কবিতা পড়া শেষ না হতেই, চলে যেত শাটল ট্রেন।  

মাধবী, আমি সেই সব পেরিয়ে এসেছি,
তোমার কাছে যাব বলে,
বল কোথায় মোহনা ?