নবারুণ ভোরে বসুন্ধরা খুলে তার আঁখি  
তরল তিমির ছিড়ে আসে আলোকপাখি।

ঘুমের আবেগ মুছে শিশিরসিক্ত ঘাসপাতা
বুকের গভীরে জমিয়েছে খুব শিশির পুলক।  

আমি যে কৃষাণ যেতে হবে মাঠে
মুছে ফেলে প্রেমের কোহল।
মাটির কণায় কণায় আছে যত ক্ষুধা
আশার দূরাভাস,
মুঠি মুঠি নিতে হবে তুলে আগামীর সঞ্চয় ।  

আমার রোদ্দুরমন প্রত্যহ হারায় রোদে জীবনের রঙ।
কেবল চোখের প্রান্তে ঝোলে থাকে স্তব্ধ নীলাকাশ
ঠোঁটের স্পর্শে উড়ে আসে বহুদূর থেকে নির্মম বাতাস
পুষ্পবৃন্ত থেকে স্তনবৃন্তে উড়ে আসে নিবিড় অন্ধকার।

ক্লান্ত তিমির মুছে কোমল অঙ্গের পুলক ঘরে ফেলে
মাটির শরীর মাটির টান বুঝে।


---------------------------


( দীর্ঘদিন পর আবার আসরে ফিরে আসলাম । হয়ত কবি বন্ধুরা সবাই ভাল আছেন । )