নদী নদী বলে ডাকতেই নদী গিয়েছে বেঁকে;  
সরল নদীর খুঁজে ধূসর প্রান্তর পার হয়ে দেখি
মেঘের দিকে উড়ে যাচ্ছে বনের পাখি,  
হয়ত ওরাও জেনেছে নদীর মতিগতি ।  
একদা তোমাকে ভালোবেসে বলেছিলাম-নদী হও ।  
তারপর কর্ণফুলীর মত পেরিয়ে গেলে শত বাঁক
কে জানত তোমার ছিল নদীর স্বভাব ।