হৃদয়ে বসে আছে এক ধাতব ড্রেজার
বাতাসের তরঙ্গে আছে যত রাগ-অনুরাগ
বাজে না আর কানে।  

তাই প্রবল শাওনের উম্মত্ত জলের থাবা
আমাকে লক্ষ্য করেই ছুটে।

নিসর্গের দিকে নিবিষ্ট হয়ে তাকালে
দৃশ্যপটে ছুটে আসে এক মগ্ন নদী।  
তখন বিচিত্র আকাশে তমোমণি
জ্বালিয়ে রাখে তাদের অলৌকিক বিদ্যুৎ।

শুনেছি পাখির ডাকে প্রভাত আসে
মাটির টানে আসে শবনম।  
আমার মগ্নতা ভাসে জল ও হাওয়ায়
সেখানে নিঃসঙ্গ এক জলপিপি নীলপদ্ম টোকরায়।