কোন জল দেখিনি,  
শূন্য গাঙ্গের ভেতর তালপাতার বাঁশির মতন
মিহিন শব্দে গতিময় আবেগি বাতাস;  
গঞ্জের মাহাজনের মত একচেটিয়া কারবার খুলেছে ।
ঐক্যের মহামন্ত্র ভুলে মেঘের গা ছাড়া স্বভাবে
দেখতে পাই কুটিল বুর্জোয়া ষড়যন্ত্র ।


একদা বাংলার নারীদের চোখের বাষ্পে
ঘনীভূত হতো মেঘ ।
সমকালীন এসব নির্জল চোখে জমানো অবিশ্বাস
ধুমকেতুর লেজের মতই দীর্ঘতর হচ্ছে ।


আমি ছিলাম বৈশাখের যাত্রী,  
এখন চৈত্রের চৌচির প্রান্তরে বৈঠার ঘাই মারছি কেবল ।  
তবুও রাতের আকাশে ভাসতে থাকে
নকশিকাঁথার মত অগণন নক্ষত্র ।  
জানি থার্টিফাস্ট ডিসেম্বর চৈত্র-সংক্রান্তি নয় ।  
---------------


শারজাহ
৩১ ডিসেম্বর ২০১৪ খৃঃ