স্বপ্নযাত্রা


অবিশ্বস্থ রাতের তিমিরে আমি ছিলাম চিরকাল স্বপ্নভুখ
স্বপ্নতাড়িত অবিচল স্রোত মোহনার দিকে ছুটে গেলে
আমি ভাসিয়ে দিই স্বপ্নতরী কামিনী সমুদ্রের নীলজলে ।
দিকহীন জলচক্রে আমার আবর্তন সমুদ্র-আকর্ষণে ।


গণতন্ত্র
কেউ বলে গণতন্ত্র দাও, কেউ বলে গণতন্ত্র আমার
বাস পুড়ছে, ট্রাক পুড়ছে, ট্রেন পুড়ছে বল কাহার ?
রাজপথে জ্বলছে লেলিহান শিখা মানুষ পুড়ে অঙ্গার  
গণতন্ত্র গন্ধম ফল ইবলিস জন্ম থেকে কুলাঙ্গার ।