(প্রয়াত মাসউদ শাফি )  

মধ্যরাতে ডাউন ট্রেনের মতো
কবিতার শেষ লাইনে এসে থেমেছি।
প্রসূতির বেদনা বিনাশের আনন্দের মতো  
আত্মার অনুভবে উঠে আসে অবিরাম ঢেউ।  

প্যানোয়ার আড্ডাতে যাব বলে
কবিতা ভাঁজ করে নিয়েছি পাঞ্জাবির পকেটে।
সেখানে আছে কি কোন সুহৃদ-সতীর্থ
আমি কি পাব কারো দেখা  
কোন দূরগামী অনন্তের যাত্রী থাকবে কি বসে
চায়ের শূন্য টেবিলে !

জানি আসিফ ঢাকাতে, বিষকন্যার খোঁজে  
শরবিদ্ধ স্বরের শহরে, সোডিয়াম জোছনায়
জ্বালিয়ে যায় শব্দদীপ।  

রেডিও থেকে ফিরে সিরাজ নীল জোছনায় মগ্ন।
মানিক যেন বিপ্লবের সাদাকালো পোষ্টার
বৈরাগী সময়স্রোতে ভেসে গেছে একতারা তার।
অন্ধকার এ শহরে শিশির কুড়িয়ে কুড়িয়ে      
মাসউদ আর কালাম খুঁজে  জীবনের রঙ।  
নিলয় দ্বীপবাসী,
মৈনাক চূড়ায় বাঁধে স্বপ্নের টং।
আর নোমান পড়ে যায় মাটির ব্যাকরণ
মুখে তার ফসলের গান।  

কবিতার শপথ নিয়ে তবু বেরিয়ে পড়ি।