কাল থেকে কালে
সহস্র শতাব্দীর ইতিহাস সাক্ষী
ভেঙ্গেছ এই মৃণ্ময় শরীর,
চূর্ণ করেছে মন মধুমালঞ্চ
তুমি সেই শাস্ত্রিক পুরুষ
কোরআন পুরাণের চাষি।
আমি দূর থেকে চাতকীর চোখে দেখি  
কি মোহ ঐ বৃক্ষে !
তবু তোমার কাছে আসি,
তোমাকেই ছায়া মানি।
 
দেখ, ক্ষেত করেছি প্রস্তুত।  
এবার চালাও তোমার লাঙল,  
না হয় আরও ফালা ফালা কর,  
নিড়ানির নামে দাও কিছুটা নিপীড়ন,  
বংশের বীজ বুনে আমাকে ক্লান্তি দাও।
 
আমি পুত্রদেব, ঈশ্বরের পুত্র 
আমি ফলবতী ঈশ্বরের বাগান।


৩০ জানুয়ারি ২০১৫ খৃঃ
শারজাহ ।