মন্থর পায়ে তুমি চলে গেলে
শীত নামলো শান বাঁধানো ফুটপাথে,
দুর্বোধ্য গীতবিতান বিছানায় ছুঁড়ে ফেলে
শহরের যানজট, পোড়া সিগেরেট
তবুও জানতে চেয়েছিলো তুমি কেমন আছো...


ফিরতি পথে আমার কেবলই পথ ভুল হয়
রাত বিষন্নতা হয়ে নেমে আসে
জানালার ফাঁক দিয়ে উঁকি মারে চেনা অচেনা মুখ
শিরদাঁড়া বেয়ে নেমে যায় জমাট শুন্যতা
দুর্বিষহ লাগে...শরীরে তোমার শোকতপ্ত আঁচড়,
গভীর চুম্বনে বারুদের গন্ধ  
স্তিমিত নিঃশ্বাসে ব্যার্থ যাপন...


আঃ !
অসহায় আমাদের ভালোবাসা
ধুলো হয়ে জমে থাক,
নিঃসঙ্গতার ফাঁকে,
নিরাপত্তাহীন দুপুরে,
নিত্যদিনের কোলাহলে,
কষ্টেশিষ্টে,
আমাদের শেষ সম্বল টুকু সঙ্গে নিয়ে...