(১)
কেমন আছো?  
কয়েকমাস, কয়েকবছর, কয়েকযুগ ধরে কবরে শুয়ে আছি I
জীবন এভাবেই ভালো I
(২)
কবিতা?
হারিয়ে ফেলেছি লেখার খাতা I
(৩)
বিশেষ কোনো কাজ নেই হাতে
চলো, আজ তবে ঝগড়া করা যাক ?
(৪)
মন খারাপ ?
চলো, ঘুরে দেখে আসি, কেমন আছে কলকাতা I
(৫)
সেদিন এলে না ?
অনেকক্ষন অপেক্ষা করেছিলে বুঝি ?
(৬)
ভালোবাসা?
কতগুলো বছর চিবিয়ে খেয়ে এসে দাঁড়ালে, ভালোবাসতে আমায়?
(৭)
আচ্ছা, বাবা কেমন দেখতে হয়, চন্দ্রা ?
(৮)
অবসর ?
জানালার গরাদ ধরে রাস্তা দেখি,
দেখি, কত খাপছাড়া ভাবে বদলে যাচ্ছে চারপাশ I
(৯)
সংসার ?
সে তো শৃঙ্খল !
(১০)
বৃষ্টি?
ভিজে হওয়া এখনো বয়ে আনে তোমার শরীরের গন্ধ I
(১১)
ঝড় উঠেছে...
উঠুক, শান্ত পৃথিবীতে তুমি বড় বেমানান I
(১২)
সিগারেট ?
ফুসফুসে অক্সিজেনের যোগান দিচ্ছে অবিরত I
(১৩)
আমার?
সকালে সংসার, দুপুরে উলবোনা, রাত্রে বন্য...
থাক...থাক... (দীর্ঘশ্বাস)
তোমার?
মন্থর সকাল, উদভ্রান্ত দুপুর, হিমেল চাদর জড়িয়ে কেটে যায় রাত I
(নিস্তব্ধতা)


একটা মালগাড়ি চলে গেল দূরে I ঝাঁপ বন্ধ করলো চায়ের দোকানি I বাড়ি ফেরার সন্ধ্যা নেমে এলো পার্কে, রাস্তায়, গেরস্তের উঠোনে...