অবশিষ্ট জীবন, শুকনো, বিক্ষিপ্ত মন আর
শরীর, বেওয়ারিশ হয়ে পড়ে থাক রাস্তায়...


নিশ্চুপ থাকুক বহুকাল
রন্ধে রন্ধে জমুক পাপ, ছুঁয়ে দেখুক সম্পর্কের পাটিগণিত...


আবার তোমার মুখ, রক্তচাপ বৃদ্ধি
দেওয়ালে দেওয়ালে ইস্তেহার, প্রেম বেআইনি...


জঙ্গল আদিম, সঙ্গমে লিপ্ত বন্যরা
কবি বড্ড একা, ব্যাক্তিগত, আড়ম্বরহীন,
কবিতায় প্রেমিকার চুমু, কবিতায় প্রেমিকার ঘৃণা...


বাপ মরেছে, সংসার শূন্য, অর্থহীন
ছুরি কিনেছি চোরাবাজারে, ফেলবো দু একটা লাশ
নিভৃত অন্ধকারে, এ হত্যা স্বাভাবিক...


তবু আগুন জ্বলুক
ছারখার হোক প্রেম
রক্ত পড়ুক, রক্ত ঝরুক
তুমি আর আমি, হাতে হাত,
পুড়তে দেখবো, আমাদের
কয়েকটা ঘনিষ্ঠ বিকেল, কয়েকটা অগোছালো সকাল ...