আমার লক্ষী
অতনু সরকার


তোমার লক্ষ্মী তোমার ঘরে
লক্ষ টাকার গয়না পরে।
আমার লক্ষী পথে পথে
দু'মুঠো অন্ন ভিক্ষা করে।।
তোমার লক্ষ্মী মৃন্ময়ী রূপ
গায়েতে দামি শাড়ি।
আমার লক্ষী ফুটপাতের ধুলায়
দেয় গড়াগড়ি ।।
তোমাদের লক্ষ্মী দামি অনেক
মাটি দিয়ে গড়া ।
আমার লক্ষী মানবী মেয়ে
তাই সে সর্বহারা।।
আমার লক্ষী সাঁতরে পার হয়
সাত সমুদ্র তের নদী।
আমার লক্ষী তেজস্বীনী পায়ে ভেঙ্গে
দেয় অহংকারের গদি।।
আমার লক্ষ্মীর ভাঙ্গা বাড়ি
গায়ে ছেড়া জামা।
আমার লক্ষী খেতে পায়না
মাটিতে দেয় হামা।।
মাটির লক্ষ্মীর সামনে যত
দামি দামি সব খাবার।
আমার লক্ষী তখন হয়
লালসার শিকার।।
তোমাদের মাটির লক্ষ্মী পুজো পাক
তোমাদের ঘরে ঘরে।
আমার লক্ষীর জন্য আমি
প্রার্থনা করি দ্বারে দ্বারে।।
যেদিন তোমরা পুজো করবে
আমার মানবী লক্ষ্মীকে,
সেদিন আমি তোমাদের পদধূলি
নেব আমার মস্তকে।।


কোজাগরী পূর্ণিমা, 2017