রোজ ডে, চকোলেট ডে, ভ্যালেন্টাইন ডে
আর ও কত সব রকমারি ডে,
দেদার টাকা খরচ, আর গিফ্ট
আর ভরপুর খাওয়া দাওয়া,
পার্কে পার্কে যৌবনের উচ্ছাস।
অনেকে যখন রঙিন স্বপনে
বিভোর হয়ে ধোকা খেয়ে বাড়ি ফেরে,
তখন পথের ধারে শিশু গুলো
না খেতে পাওয়ার যন্ত্রণা নিয়ে
ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে,
এক মুঠো ভাত খাবে বলে।
অনেক তো হল ভাঙ্গা গড়া,
এবার একটু সমাজ গড়ি,
আমরা তো এতো ডে পালন করি।
আমরা কি ভাত ডে পালন করতে পারিনা।
পথের দু'ধারে থাকা
ইট ভাটায় কাজ করা
ক্ষুধার্ত শিশু গুলি দুমুঠো
ভাত পাক একদিন।
সেদিন হোক ভাত ডে।
হোক না বাজে খরচ তবু তো
ক্ষুধার্ত শিশু গুলি দুমুঠো ভাত পাবে।
একদিন তাদের মুখে হাসি ফুটবে
হোক একদিন ভাত ডে।।