তোমার কাজল কালো আঁখি
প্রথম যৌবনেই যে প্রেমের ঝড় তুলেছিল,
আজও প্রথম যৌবনের সেই কাজল টানা চোখ
হারিয়ে যাওয়া ভালোবাসা
গুলোকেই সামনে দাঁড় করায়।
অজানা এক অভিশপ্ত দিন
তোমাকে আমাকে করেছে আলাদা।
সেদিনের তিক্ত স্মৃতি আজ মলিন।
দুজনার দুটি পথ গেছে হারিয়ে
অজানা দেশে এর অজানা গাঁয়ে।
তবু আজও তুমি বেঁচে আছ আমার হৃদয়ে
আমার প্রথম ভালবাসার ফুল হয়ে।
রাতের অন্ধকারে বারবার ভেসে উঠে
তোমার কাজল কালো চোখ,
শান্ত স্নিগ্ধ একটা নরম কোমল কন্ঠ।
আজও আমি খুজে ফিরি সেই সব দিন,
কতবার ভেবেছি মুখোমুখি হবো দুজন
একবার তোমার চোখে চোখ রেখে
ভালবাসার সেই দিনগুলিকে
এক মুহূর্তের জন্য করব স্মরণ।
তুমি আছো কাছে অথচ অনেক দূরে,
দূর গ্রহের মানবী যেন তুমি।
আজও আমি তোমাকে চোখে হারাই,
হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় তোমাকে দেখে।
শুধু একবার শুধু একবার চাই
তোমার চোখে চোখ রেখে হারিয়ে যেতে।
তারপর আলাদা হয়ে যাক পথ,
হারিয়ে যাই তুমি আমি।।