ঘব়ের মধ্যে ঘর আমার
দেওয়াল যায় না দেখা৷
দুজনাতে বাস করি সেথা
পরশি দুজনাই৷
এক ঘরেতে বাস করি
তবু কোন কথা নেই৷
ঘরের মধ্যে ঘর আছে
যায় না তাকে দেখা৷
স্বপ্ন গুল গড়ে ওঠে মনে
আবার মিলিয়ে যায় সেথা৷
তার থেকে কেমন হতো
যদি আমি যেতাম চলে
অনেক দুরে নাম না জানা
দুর কোন দেশে৷
ঘরের ভিতর অদৃশ্য দেওয়াল
তখন পড়বে খসে৷
এক বার ও কি তোমার
আমার কথা পড়বে নাকো মনে?
কি জানি তখন তুমি
কেমনে একলা রবে৷৷