ফাগুনের আগুন লেগেছিল মনে
আমার প্রথম যৌবন বেলায়।
সেদিন নানান রঙের ফুল ফুটে ছিল
আমার মনের বাগিচায়।
একদিন গহন মনের মাঝে
তুমি এসে দাঁড়ালে।
তারপর কত বার তোমাকে পেয়েছি
অরণ্যের নিবিড় আড়ালে।
তখন মনে ছিল ভরা প্রেম
জীবনে ছিল উচ্ছ্বাস,
বসন্তের সমারহ ছিল যৌবন
ছিল ফাগুনের উচ্ছ্বাস।
আজ যৌবনের শেষ বেলায়,
শূন্যে দিয়েছি পাড়ি,
তবু বসন্ত আসে পরে কার
আবীর রঙা শাড়ি।
জীবনের বালুকা বেলায় জীবন পড়ে থাকে
শুধু মন যেতে চায় ফিরে ফাগুনের দিন গুলিতে।
হারিয়েছি আমি,  তবু স্মৃতি গুলো জীবন্ত