হে নারী তুমি সৃষ্টি করেছ নতুন,
জন্ম দিয়েছ নর নারী।
তোমাতে সৃষ্ট জগৎ আবার তুমি
রক্ষা করে চলেছ সংসার ঘর বাড়ী।
সৃষ্টির জন্ম লগ্ন থেকে তুমি
ধারন করেছ যে সন্তান,
সেই তোমাকে কাঁদিয়েছে বেশি
সেই করেছে বেশি অপমান ।
অপমানের আর এক নাম তুমি,
যন্ত্রনার আর এক নাম তুমি ।
তুমি সেই নারী তুমি সেই জগৎ মাতা,
তুমি সেই প্রতিবাদী তুমি সেই কণ্যা।
তোমাকে দেখেছি রাস্তা - ঘাটে - মাঠে,
তোমাকে দেখেছি প্রতিবাদে পথ হেঁটে যেতে।
তুমি মাতা,  তুমি কণ্যা, তুমি আবার জায়া,
জীবন জুড়ে রয়েছে শুধু তোমার ছায়া ।
পৃথিবীর সব স্থান হোক তোমার কাছে মুক্ত,
সমাজে নারী শক্তি হোক জাগরিত ।।