বিধাতা পুরুষ জন্মে ছিলেন
যে নারীর গরভে,
আমি সেই নারী।
যে জন্মালে বাড়ীর সকলের
মুখ হয়ে যায় কালো ।
যে জন্মালে মিস্টির হাড়ি
আসেনা বাড়িতে।
আমি সেই নারী যে
যন্ত্রানা আর অবহেলা সয়ে
শৈশব, কৈশোর আর
যৌবনের সীমা পার করি।
দাদা ভাইদের মত আলাদা করা
থাকে না আমাদের খাবার।
আমরা মেয়ে আমাদের
এটা খেতে নেই ওটা খেতে নেই।
এখানে যেতে নেই ওদের সাথে
কথা বলতে নেই।
অথচ আমি সকাল হলে
লোকের বাড়ি যাই কাজে,
ইট মাথায় বইতে বইতে
দেখি স্কুলের বাস গুলো
হুস হুস করে ছুটে যায়।
মায়ের সাথে মাটি কাটি
ধান বুনি, রান্না করি
তবু আমাদের বাধা পায়ে পায়ে,
আমরা গরিব, আমাদের পায়ে
বাধা মোটা দড়ি।।