রিন রিনে মিহি হাওয়া,
মন খারাপের বাড়াবাড়ি
যে কথা যায় না বলা, তার মতো
ভারী, খুব ভারী।
যদিও সময় স্থির, যদিও রুমানি পরিবেশ
বাতাসে আঁচল টানা স্মৃতি ভোর,
ধুলোট আবেশ।
আলগোছে মেনে নেওয়া
ভালো আছি বুঝি, বেশ আছি
শুকনো বাঁশের পাতা, রূপকথা দিন
কাছাকাছি।
পুরোনো বিকেলগুলো
ভেঙে যায়, ভাঙে দরকার
নতুন সুতোর গোছা কেটে চলে চাকা চরকার।
আশার ফানুস সব
উড়ে যায় অজানা আকাশে
দু চার নরম দিন, বাদবাকি
কাটে পরবাসে।
আবার বেরোন শেষে
শিকড় ছাড়িয়ে বহু দূর


আবার প্রতীক্ষা কাল, কবে ছোঁব সোনা রোদ্দুর।