বছর পেরিয়ে গেল।
আবার উৎসব কোলাহল।
বাতাসে রয়েছে ছাই, বয়ে গেছে কিছু রক্ত জলে
কিছু ক্ষত এখনো সতেজ।
তাহোক তবুও খুশি, তবুও আনন্দ করাই জানি প্রথা
চলো তাই করি।
চলো হে মাতাল হই...
ঝলমলে রাস্তায় সন্তর্পনে পেরিয়ে এসে
খান খন্দ খোলা ম্যানহোল
মোগলাই হাসি হাসি, তৃপ্ত ঢেঁকুর শেষে
জেলুসিল খেয়ে,
বলি আহা! উৎসব একে বলে, দেখুক জগৎ...


মাঝে মাঝে প্রজাপতি হতে সাধ হয়
শুয়োপোকা জীবনের ফাঁকে।
মনে হয় ডানা মেলি, অনেক হয়েছে বুকে হাঁটা,
মনে হয় কাশ ফুলে
নিজেকে সফেদ করি
শিউলির ঘ্রাণ মাখি বুকে।
পেঁজাতুলো মেঘ হয়ে ছুঁয়ে আসি
ঢাকের আওয়াজ,
ওসে ধোয়া লজ্জাবতী,
লাল কাঁকরের পথ, চক্ষুদান, ধুপ ধুনো,
সাদা শাড়ি লাল পাড় দিন।


সব ডানা ঝরে গেছে,
প্রজাপতি ওড়ে নাতো আর
কিছু সাধ বুকে থাকে, কিছু পূজা গভীর গোপন।
ধূপের গন্ধ শেষে মনে পড়ে
বছর ফুরোল।
আবার উৎসব কাল,
আবার আলোর বান, প্রথামত কিছু কোলাহল।
চলো হে মাতাল হই...