কখন আঙ্গুল গলে পিছলিয়ে চলে যায় বেগানা সময়
এমনি করেই বেশ দিন যায় রাত যায় শেষ হয় সাল,
কখন মনের মাঝে বাসা বাঁধে ঝুল, ধুলো, কিছু অপচয়
শুকনো ফুলেরা ঠিক ঝরে যায় না দেখেই নতুন সকাল।


বেগানা সময় বড় নিষ্ঠুর, চুপি চুপি করে শয়তানি
যাদের যাওয়ার কথা, নীরবেই হাত ধরে নিয়ে যায় চলে,
সময় শোনে না কারো চালায় নিজের মত, করে হয়রানি
অনেক চমক থাকে, কত না গোপন কথা লুকনো আঁচলে।


সময় বেগানা তবু লাগাতার ভালোবাসা করে যায় চুরি
উল্লাসে পাশে থাকে, সন্তাপে দুঃখে জড়িয়ে রাখে বুকে,
প্রতিদিন খুঁটে চলি, প্রতিদিন জড়ো করি সময়ের নুড়ি
অবাধ্য কাল এলে সময়ই আদর করে বিষণ্ণ চিবুকে।


সময়ের হাত ধরে গুটি গুটি হেঁটে চলা জেনো সব কিছু
যতই পালাতে চাও আসবেই ঠিক বেগানা সময় পিছু পিছু।