লালবাগে দিন জাগে নেড়ে ঘাড় ও থুতনি,
তিন খানা রাম ভূত চার খানা ভূতনি।
দেখে গাছ চালতার
খান চার ফল তার
ব্যাগে পোরে। বলে টক খাবে পুত ও পুতনী।


তিন ভূত কিমভূত করে শুধু খাই খাই,
খেয়ে শসা নুন দিয়ে বলে ঝালমুড়ি চাই।
মটকার কুলফি
পাক দিয়ে জুলফি
চেটে বলে আহা আহা এ স্বাদের জুড়ি নাই।


ঘরে এসে ভূতনিরা ভূতেদের ডেরাতে,
আচার বানাবে বলে চালতার সে রাতে।
ফেসবুকে গুঁজে মুখ
ঘেঁটে রেসিপির বুক
রেঁধেও পারে না খেতে, ছাতে যায় বেড়াতে।


তিন ভূত তাই দেখে হেসে টেসে ক্লান্ত
এক সাথে বসে বলে হুইস্কিটা আন তো।
ঢক ঢক তিন পেগ
গিলেই বিষম বেগ
কেঁদে বলে হবে এটা আগে কে বা জানতো?