বোলো তবে, বোলো সবিস্তারে
কিভাবে কথারা ঘোরে, ভুল মেশে শব্দের ভারে...
কিভাবে গভীর রাতে ঘুম খোঁজে
দু চোখের পাতা,
আঁকড়িয়ে ধরে থাকা, নড়বড়ে  আঁকাবাঁকা
একঘেয়ে রিস্তা ও নাতা।
বোলো আরো, স্মৃতির বাকল, গোপনে কেমন করে
ঝরে চলে পল, প্রতি পল।
বোলো কেন সকালের বাসে,  বুক জুড়ে শীত নামে
আনকোরা হিমেল বাতাসে।
কিভাবে যে বেনোজল স্রোতে,
সরলতা ভেসে যায়, বোকা সাচ হেসে যায়
মানুষের বোধে।
বলে যেয়ো কিভাবে আঁধার,
অজান্তে বেঁধেছে বাসা বিছানায় রোজ লাগাতার।
শ্যাওলা জমেছে বড় সযত্নে সাজানো স্নানঘরে,
বোলো তবে, বোলো সবিস্তারে।