ছেলেবেলা ছেলেবেলা সেই সব রাতদিন,
বাঁটুলের শুকতারা তিব্বতে টিনটিন।


বগলে লুকোনো বই লাইব্রেরী ফেরতায়
গোগ্রাসে গিলে চলা সয় নারে দের তায়।


স্বপ্নে গোগোল আসে ব্যোমকেশ কিরীটী
প্রফেসর শঙ্কুও, বাড়ি তার গিরিডি।


নিজেকে তোপসে ভাবি, রহস্য দরকার
ফেলুদা ও জটায়ুটা ফিট কই হয় আর!


ক্রাচ নিয়ে কাকাবাবু করে কি কি কান্ড
চশমার ফাঁকে ঠিক  চিনে নেন ভন্ড।


এক বুড়ো কর্নেল দূরবীন হাতে তাঁর
পাখি দেখা শখ তবু অপরাধী জেরবার।


আরো বড় নেশা ছিল ছবি আঁকা গল্পে
কমিক্স যদি রে জোটে, মেটে খিদে অল্পে?


জাদুকর ম্যানড্রেক পালোয়ান লোথারের
অবাক কান্ড সব, পাবি খুঁজে কোথা রে?


বেতাল অরণ্যদেব একই লোক নাম দুই
তুফান ডেভিল আর খুলি গুহা, কিলাউই।


আর ছিল চাঁদমামা দক্ষিনি গন্ধ
বড় বেশী নীতিকথা নয় তবু মন্দ ।


কিশোর ভারতী ছিল নন্টে ও ফন্টে
কার কথা বলি আর ছাড়ি বল কোনটে?


জানি জানি ভাবছো কি! “এত সব পড়তে!
কি করে হে প্রতি ক্লাসে পাশ তুমি করতে?”