চল তবে নির্বাসনে যাই,
পুঁটুলিতে বেঁধে নিয়ে, যা কিছু কুড়িয়ে পাওয়া পথে।
শিকড়ে ধরেছে ক্ষয়,
এই দেশ আমার তো নয়
চেনারা অচেনা আজ, বিদ্বেষ পরতে পরতে।


বাতাসে বারুদের বাস,
মারমুখী দিনকালে দেয়ালে রক্তের দাগ খালি।
তিলে তিলে আধমরা
আঁধারে নাপাক মস্করা
অ-সুখ মিছিল চলে, বেঁচে থাকা যেন গালাগালি।


এখানে নীরবে সওয়া,
প্রতিবাদ বিপ্লব কবেই গিয়েছে দেশ ছেড়ে।
শিরদাঁড়া নেই বুঝি
রাজপথ থেকে গলিঘুঁজি
সকলে লুকোতে চায়, ভাষাও নিয়েছে কবে কেড়ে।


তাই চল নির্বাসনে যাই,
আবার নতুন করে শুরু করি শেষের জীবন।
এখানে স্ফুলিঙ্গ থাক
আঁতুড়ে বাড়ুক খুনে রাগ
এখানে ধ্বংস শেষে শ্বাস নিক নতুন ভুবন।