কাঁটা বেগুনের ডালে পাতা বুনে ঘোসলার,
টুনটুনি ছানা নিয়ে থাকে, খুবই জোস তার।
তাই দেখে বেড়ালের লোভে জিভ টস টস
প্রতিদিনই ভাবে কচি টুনি খাবো নিয্যস
বোঝে টুনটুনি, পেলে বেড়ালের দস্তক
পেন্নাম মহারানি বলে ঠুকে মস্তক।
খুশি হয়ে লেজ নেড়ে ঘরে যায় বিল্লি
ভাবে, মান করে টুনি, করে নাকো খিল্লি
এমনি করেই যায় কেটে কিছু হপ্তা
ছানারা হয়েছে বড়, বেড়ে গেছে রপ্তার।
টুনি বলে দেখি বাছা আয় ছুঁয়ে তালগাছ
ছানা উড়ে ঘুরে এলে  টুনির বেদম নাচ।
পরদিন হেলে দুলে পশমটা ফুলিয়ে
বিল্লি আসেন বেশ গোঁফ কটা ঝুলিয়ে,
বলে ও হে  টুনটুনি, হলো কি রে সত্যি!
দেখলি আমাকে তবু ভয় নেই রত্তি?
খাব নাকি ছানা গুলো, মারবো কি চাঁটা রে?
টুনি বলে রাক্ষুসী  মুখে তোর ঝাঁটা রে
বলেই ফুরুত করে  ওড়ে সব আকাশে
বিল্লি রাগের চোটে হলো প্রায় ফ্যাকাসে।
কাঁটা গাছে লাফ মেরে বেড়ালটা জব্দ
ঝাড় খেয়ে  আড় খোঁজে করে না টু শব্দ।